fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ২৬শে মে, ২০২০; ১২ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ২রা শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম ৮ বছরের শিশু রায়ান ইউটিউবের সেরা ধনী !
৮ বছরের শিশু রায়ান ইউটিউবের সেরা ধনী  !

৮ বছরের শিশু রায়ান ইউটিউবের সেরা ধনী !

0

ইউটিউব দুনিয়ার সেরা ধনী এখন মাত্র  ৮ বছরের শিশু রায়ান কাজি । যার ইউটিউব চ্যানেলের নাম Ryan’s World । যার সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি ২৯ লাখ ।

জানা যায় , ২০১৫ সালে রায়ানের মা-বাবা তার নামে এই ইউটিউব চ্যানেল চালু করে দেন । গতকাল ফোর্বস ম্যাগাজিনের তরফে একটি তালিকা প্রকাশিত হয়েছে । সেখানে নাম রয়েছে দুনিয়ার সেই সব মানুষের যারা ইউটিউব চ্যানেল থেকে বিশাল অঙ্কের টাকা আয় করেন । সেই তালিকায় এক নম্বরে নাম উঠে এসেছে ৮ বছরের শিশু রায়ান কাজির ।

চলতি বছরে রায়ান তার ইউটিউব চ্যানেল থেকে আয় করেছে ২৬ মিলিয়ন মার্কিন ডলার । ফোর্বস-এর তালিকা অনুযায়ী ২০১৮ সালেও রায়ান যার আসল নাম রায়ান গুয়ান ছিল সর্বোচ্চ উপার্জনকারী ইউটিউবার । সেবছর তার আয় ছিল ২২ মিলিয়ন মার্কিন ডলার ।

রায়ান প্রধানত বিভিন্ন বাক্স খুলে তার ভিতরের খেলনা বের করে এবং কীভাবে রায়ান সেগুলি নিয়ে খেলে তারই ভিডিও করে এই চ্যানেলে পোস্ট করা হত ।এমনই বেশ কিছু ভিডিওর ভিউ ১ বিলিয়নও ছাড়িয়েছে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।