fbpx
হোম বিনোদন ৫ ডিসেম্বর থেকে সারাদেশে নাট্যধারা’র নাট্যযাত্রা
৫ ডিসেম্বর থেকে সারাদেশে নাট্যধারা’র নাট্যযাত্রা

৫ ডিসেম্বর থেকে সারাদেশে নাট্যধারা’র নাট্যযাত্রা

0

আগামী ৫ ডিসেম্বর থেকে সারাদেশে নাট্যযাত্রা শুরু করতে যাচ্ছে নাট্যধারা নাট্যদল ।

গতকাল ( ২ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন নাট্যধারা সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ‘সুমনা হাউজিং-নাট্যধারা দেশজুড়ে নাট্যযাত্রা’ শ্লোগানকে সামনে রেখে দেশজুড়ে মঞ্চনাটক প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান নাট্যধারা’র নেতৃবৃন্দ। সুন্দর সমাজ গঠনে এবং আলোকিত মানুষ গঠনে শক্তিশালী ভূমিকা রাখে মঞ্চনাটক, নাট্যচর্চা। তবে শুধু রাজধানী কেন্দ্রিক নয়, নাট্যচর্চা ও প্রদর্শনীর বিকেন্দ্রিকরণ এবং মোবাইল-ইন্টারনেট-আকাশসংস্কৃতির এই যুগে নানারকম মায়াবী হাতছানির কবলে পড়ে যে দর্শক শুন্যতা সৃষ্টি হয়েছ তা পুরণে সর্বোপরি সারাদশের নাট্যকর্মীদের মেলবন্ধন তৈরী করতে নাট্যধারার এই ক্ষুদ্র প্রয়াস ‘সুমনা হাউজিং-নাট্যধারা দেশজুড়ে নাট্যযাত্রা’ এর কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

এছাড়াও সংবাদ সম্মেলনে সাংবাদিক, সুহৃদ, নাট্যবন্ধু, শুভাকাঙ্খীদের উপস্থিতিতে নাট্যধারা’র নাট্যযাত্রার চুক্তিপত্রে স্বাক্ষর করেন সুমনা হাউজিংয়ের চেয়ারম্যান হায়দার আলী এবং নাট্যধারা’র প্রধান সম্পাদক মাসুদ পারভেজ মিজু। চুক্তিপত্রমতে সুমনা হাউজিংয়ের পৃষ্ঠপোষকতায় বছরব্যাপী দেশজুড়ে নাট্যযাত্রায় নাট্যধারা এগিয়ে যাবে দেশের উল্লেখযোগ্য সকল শহরে।

সুমনা হাউজিংয়ের চেয়ারম্যান হায়দার আলী বলেন, ‘প্রত্যেকের কাছেই নিজ বাড়ি যেমন একটা বিশ্রাম ও আশ্রয়ের ঠিকানা, তেমনি ক্ষয়-ক্ষতি ও সহিংসতার বিরুদ্ধে সুরক্ষাস্থল। আমরা চাই প্রত্যেকটি শ্রেণী ও পেশার মানুষ তার নিজের একটি স্বপ্নের মাথা গোঁজার ঠাঁই পাক। তাই সাধ ও সাধ্যের সমন্বয় রেখে আমরা কাজ করে চলেছি। ‘
নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেজ মিজু বলেন, ‘ নাট্যধারা নাটক মঞ্চায়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল মূল্যবোধকে প্রাধান্য দেয়। পেশাদারী মনোভাব নিয়ে গ্রুপ থিয়েটার আন্দোলনের চেতনায় মঞ্চে এবং পথে গত ২৭ বছর ধরে নাটক করে নাট্যধারা নাট্যামোদী মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।’

আগামী ৬ ডিসেম্বর বছরব্যাপী সুমনা হাউজিং-নাট্যধারা দেশজুড়ে নাট্যযাত্রার উদ্বোধনী প্রদর্শনী হবে শরীয়তপুর পৌর মিলনায়তনে। এরপর পর্যায়ক্রমে সারাদেশের উল্লেখযোগ্য স্থানে নাট্যযাত্রা অনুষ্ঠিত হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *