fbpx
হোম আন্তর্জাতিক ১৯৬০ সালে প্রথম করোনা ভাইরাসের দেখা মেলে
১৯৬০ সালে প্রথম করোনা ভাইরাসের দেখা মেলে

১৯৬০ সালে প্রথম করোনা ভাইরাসের দেখা মেলে

0

প্রথমবার ১৯৬০ সালে সাপ থেকে করোনা ভাইরাসের আবিষ্কার হয় ।

এটি একটি SARS গ্রুপের ভাইরাস । প্রথম ২০০৩ সালে মানুষের মধ্যে করোনা ভাইরাস পাওয়া যায় । যা human coronavirus 229E নামে পরিচিত । পরবর্তিতে ২০০৪, ২০০৫ এবং ২০১২ সালে জেনেরিক মোডিফিকেশন ঘটে । সর্বশেষ ২০১৯ সালে WHO নোভেল করোনা ভাইরাস আবিষ্কার করেন । যা n-COV নামে পরিচিত । এর উপসর্গগুলো হচ্ছে জ্বর, অবসাদ, শুকনো কাশি, নিউমোনিয়া, কিডনি ফেইলিউর এবং সর্বশেষ মৃত্যু ।

গবেষকরা পৃথিবীর ব্যাপারে দুটো কথা বলে থাকেন । এক, যদি তৃতীয় বিশযুদ্ধ হয় তবে সেটা হবে পানি নিয়ে এবং দুই, যদি পৃথিবী ধ্বংস হয় তবে সেটা হবে ভাইরাসের কারণে । গেল বছরের ইবোলা ভাইরাসের ভয়াবহতা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি । সেই দগদগে ক্ষতের মধ্যে এবার এসেছে আরেক ভাইরাস – করোনা । যেহেতু এবার এনিয়ে খুব মাতামাতি হচ্ছে, তাই অনেকের ধারণা এটি হয়তো সম্পূর্ণ নতুন কোনো ভাইরাস ।

এই ভাইরাসটির সবচেয়ে শঙ্কার বিষয় এটি মানুষের সংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়ে । এটির উৎপত্তিস্থল হুবাই প্রদেশের উহান শহরের সী ফুড মার্কেট । করোনা ভাইরাসের ক্ষেত্রে উহান শহরে সামুদ্রিক একটি খাবারের কথা বলা হচ্ছে । শহরটির একটি বাজারে গিয়েছিল এমন ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ ঘটেছে বলে প্রমাণ পাওয়া গেছে । ওই বাজারটিতে অবৈধভাবে বন্যপ্রাণী বেচাকেনা হতো । কিছু সামুদ্রিক প্রাণী যেমন বেলুগা জাতীয় তিমি করোনা ভাইরাস বহন করতে পারে । তবে উহানের ওই বাজারে মুরগি, বাঁদুড়, খরগোশ এবং সাপ বিক্রি হতো । তাই এই গোত্রীয় প্রাণীবাহিত হয়ে এই ভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হয় ।

তবে আশার কথা হলো এই ভাইরাসকে শুরু থেকেই খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে । এটার উৎপত্তি হয়েছিল যেখানে অর্থাৎ উহান প্রদেশকে পুরোপুরি লকড করে রাখা হয়েছে । বাইরে থেকে কেউ সেখানে যেতে পারছেন না । ভেতরের কেউ পারছেন না বাইরে আসতে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *