fbpx
হোম আন্তর্জাতিক হিজবুল্লাহ প্রধানকে ‘হত্যা’, মুখ খুললেন খামেনি
হিজবুল্লাহ প্রধানকে ‘হত্যা’, মুখ খুললেন খামেনি

হিজবুল্লাহ প্রধানকে ‘হত্যা’, মুখ খুললেন খামেনি

0

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধানকে হত্যা করা হয়েছে- ইসরায়েলের এমন দাবির পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। তবে তিনি হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ নিহত হয়েছেন কিনা- তা নিয়ে কিছু বলেননি। খবর বিবিসির।
বিবৃতিতে খামেনি লেবাননের অসহায় মানুষদের হত্যার নিন্দা জানিয়ে বক্তব্য শুরু করেছেন। তিনি বলেছেন, এটি ইসরায়েলের নেতাদের অদূরদর্শীতা এবং বোকামি নীতি প্রমাণ করেছে।
খামেনি আরও বলেন, ইসরায়েলি ক্রিমিনালদের অবশ্যই জানতে হবে যে লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি করার ক্ষেত্রে তারা অনেক ছোট।
এই অঞ্চলের সকল প্রতিরোধ শক্তি হিজবুল্লাহকে সমর্থন করে এবং পাশে আছে বলে জানান তিনি। সেইসঙ্গে খামেনি সকল মুসলিমকে লেবাবনের জনগণ ও হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এর আগে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে দেশের ভেতরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেই জায়গায় উন্নত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুইজন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এসব জানিয়েছেন।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *