fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২০; ২৯শে শ্রাবণ, ১৪২৭; ২২শে জিলহজ্জ, ১৪৪১
হোম আন্তর্জাতিক হঠৎ গর্তে বাস…প্রাণ গেলো ৬ যাত্রীর
হঠৎ গর্তে বাস…প্রাণ গেলো ৬ যাত্রীর

হঠৎ গর্তে বাস…প্রাণ গেলো ৬ যাত্রীর

0

সারি সারি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে আছে। একটি বাস গাড়ির সারিতে লাইন দিলো। আর হঠাৎই ধসে পড়লো সড়ক। সৃষ্টি হওয়া গর্তে ঢুকে গেলো বাসের সম্মুখভাগ। কিছুক্ষণ পরে ঘটলো বিস্ফোরণ। আচমকাই প্রাণ গেলো ৬ যাত্রীর।

এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে। সিজিটিএন জানিয়েছে, সড়ক ধসে তৈরি হওয়া গর্তে বাস পড়ে ছয় জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে চিংহাইয়ের প্রধান শহর শিনিংয়ের একটি হাসপাতালের সামনে প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাস এসে থামার পর সড়কের একটি অংশ ধসে পড়লে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওতে দেখা গেছে, পাবলিক বাসটি ব্যস্ত সড়কের ওই গর্তে পড়ে যাওয়ার পর সেটি আরও বিস্তৃত হয়ে কিছুক্ষণের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে।

গর্তটির ব্যস প্রায় ১০ মিটার বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।