fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৫ই এপ্রিল, ২০২০; ২২শে চৈত্র, ১৪২৬; ১১ই শাবান, ১৪৪১
হোম আন্তর্জাতিক স্বাধীনতা দিবসে ইমরান খানের শুভেচ্ছা
স্বাধীনতা দিবসে ইমরান খানের শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে ইমরান খানের শুভেচ্ছা

27
0

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এ শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

শুভেচ্ছা বার্তায় ইমরান খান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে পাকিস্তানের জনগণ, সরকার ও আমার (ইমরান খান) পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে পাকিস্তান বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরও মজবুত ও জোড়দার করতে চায়। দুই দেশের মধ্যেই আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের সাধারণ আকাঙ্খা রয়েছে।

এইসব সাধারণ বৈশিষ্টের উপর ভিত্তি করে আমরা ভবিষ্যতে আমাদের সহযোগিতার সূচনা আরও মজবুত করতে পারি। একইসাথে, বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম মানুষের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি।

(27)

Like
Like Love Haha Wow Sad Angry
4

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।