fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২০; ২৭শে চৈত্র, ১৪২৬; ১৬ই শাবান, ১৪৪১
হোম অন্যান্য নিজের সম্পর্কে ট্রল নিয়ে মুখ খুললেন তারিক মুনাওয়ার
নিজের সম্পর্কে ট্রল নিয়ে মুখ খুললেন তারিক মুনাওয়ার

নিজের সম্পর্কে ট্রল নিয়ে মুখ খুললেন তারিক মুনাওয়ার

6.40K
0

নিজের দেয়া  বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়ে কথা বললেন মাওলানা তারিক মুনাওয়ার ।

গতকাল নিজের ফেসবুক পেজে লিখেন, `আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন আমার কিছু আলোচনা কাটিং করে ভুল তথ্য দিচ্ছে এবং তথ্য সন্ত্রাস চালাচ্ছে । সুতরাং সতর্ক থাকতে হবে’।

এর আগে, তারিক মুনাওয়ারের দেয়া বক্তব্য ফেসবুকে ভাইরাল হয় । দেখা যায়, মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা তারিক বলেছেন, পৃথিবীতে সবচেয়ে পয়সাওয়ালা বেলগ্রেট, আইফোনের মালিক । দেখা হয়েছে আমার সাথে, আমার কাছে মনে হয়েছে টিকটিকি ।

তিনি সম্ভবত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে বুঝিয়েছেন। যদিও প্রকৃতপক্ষে বিল গেটস আইফোনের উৎপাদনকারী কোম্পানি অ্যাপল্ এর মালিক নন। আরেকটি ওয়াজে বলতে শোনা যায়, আমি অক্সফোর্ডে তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি, আজকেই বলে ফেললাম । এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না । অক্সফোর্ডের সিলেবাসে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো চলে ।

তবে সামাজিক মাধ্যমে অনেকেই  অনুরোধ জানিয়েছেন, যাতে বক্তারা সতর্কতার সাথে ওয়াজ মাহফিলে আলোচনা করেন  ।

(6403)

Like
Like Love Haha Wow Sad Angry
1411121

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।