fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০১৯; ২১শে অগ্রহায়ণ, ১৪২৬; ৭ই রবিউস-সানি, ১৪৪১
হোম আন্তর্জাতিক সংসদে সাপ দেখে দৌড়ালেন এমপিরা
সংসদে সাপ দেখে দৌড়ালেন এমপিরা

সংসদে সাপ দেখে দৌড়ালেন এমপিরা

52
0

নাইজেরিয়ার পার্লামেন্টে ভবনে সাপ থেকে দৌড় দিলেন সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রাদেশিক পার্লামেন্ট ভবনে এ কাণ্ড ঘটেছে।

ওনদো প্রদেশের আইনপ্রণেতাদের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে ওলুগবেঙ্গা ওমোলে বলেন, আমরা যখন অধিবেশনের জন্য পার্লামেন্ট কক্ষে ঢুকি, দেখি, একটা বিরাট সাপ ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এরপর আইনপ্রণেতাদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। যদিও কেউ সাপের দ্বারা ক্ষতিগ্রস্ত হননি।

জানা গেছে, সাপটি অধিবেশনকক্ষের ছাদ থেকে মেঝেতে আছড়ে পড়েছিল। পরে সেটিকে মেরে ফেলা হয়। এএফপি জানিয়েছে, অর্থের অভাবে পার্লামেন্ট ভবনের সংস্কারকাজও ঠিকমতো হচ্ছে না। তাই সাপ ওখানে আশ্রয় নিতে পেরেছিলো।

এ ঘটনায় অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পুরো সংস্কারকাজ শেষ না হলে এবং নিরাপত্তা জোরদার না হলে আইনপ্রণেতারা ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

(52)

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।