fbpx
হোম আন্তর্জাতিক শ্রবণশক্তি ফেরাতে সফল হলেন ইরানি চিকিৎসকরা
শ্রবণশক্তি ফেরাতে সফল হলেন ইরানি চিকিৎসকরা

শ্রবণশক্তি ফেরাতে সফল হলেন ইরানি চিকিৎসকরা

0

শ্রবণ শক্তিহীন এক ব্যক্তির হাড়ের ব্রিজ ইমপ্লান্টেশন সার্জারির মাধ্যমে শ্রবণশক্তি ফেরাতে সফল হয়েছেন ইরানের শিরাজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ। প্রথমবারের মত ইরানের শিরাজ শহরের আবু আলী সিনা হাসপাতালে এ সার্জারি সফলভাবে সম্পূর্ন হয়েছে। বিশ্বে এ সার্জারী বোন ব্রিজ ইমপ্লাটেশন নামে পরিচিত।

এ বিষয়ে শিরাজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সাইয়্যেদ বাশির হাশেমী জানান, ডিভাইসটি কানের পেছনে সার্জারি করে ত্বকের নিচে প্রতিস্থাপন করা হয়। এবং ডিভাইসটি শব্দ তরঙ্গ গ্রহণ করে থাকে। ডিভাইসটি একটি কানের পেছনে স্থাপন করেই দুইটি কানেই শ্রবণশক্তি ফিরিয়ে আনতে কাজ করবে। তিনি আরও বলেন, যারা জন্মগতভাবে শ্রবণ শক্তিহীন অথবা নতুন করে যাদের কানের হাড়ের পুনর্গঠন করা সম্ভব হবেনা তাঁদের শ্রবণশক্তি ফিরিয়ে আনতে এ সার্জারি ইরানের জন্য বড় ধরণের সফলতা।

এর আগে ২০১৮ সালের ১৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস শিশু হাসপাতালে বোন ব্রিজ ইমপ্লাটেশন সার্জারিটি সফলভাবে সম্পূর্ন হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *