fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২০; ১২ই মাঘ, ১৪২৬; ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪১
হোম রাজনীতি লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেন ওবায়দুল কাদের
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেন ওবায়দুল কাদের

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেন ওবায়দুল কাদের

6
0

বিএনপি মহাসচিব দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচারে অংশ নিতে পারবেন, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশ নিতে পারবেন না- এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড- নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন ওবায়দুল কাদের।

আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক ভবনের আধুনিকীকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি মহাসচিব প্রচারণা করতে পারবেন, আমি পারব না- এ কেমন লেভেল প্লেয়িং ফিল্ড? আমি এটা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখছি। লেভেল প্লেয়িং ফিল্ড কাকে বলে? বিএনপি মহাসচিব প্রকাশ্যে জনসভা করতে পারবেন, নির্বাচনী প্রচারণা করতে পারবেন, গণসংযোগ করতে পারবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটা করতে পারবেন না। মওদুদ আহমদ সাহেব, খন্দকার মোশাররফ সাহেব প্রচারণায় অংশ নিতে পারবেন, কিন্তু আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, তারা এমপি, সে কারণে তারা প্রচারে অংশ নিতে পারবেন না। সেটা কি লেভেল প্লেয়িং ফিল্ড হলো? আমি এটা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই।

(6)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।