fbpx
হোম অন্যান্য রাজমিস্ত্রীকে ছাত্রলীগের সভাপতি করায় নেতাকর্মীদের পদত্যাগ
রাজমিস্ত্রীকে ছাত্রলীগের সভাপতি করায় নেতাকর্মীদের পদত্যাগ

রাজমিস্ত্রীকে ছাত্রলীগের সভাপতি করায় নেতাকর্মীদের পদত্যাগ

0
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দানিছুর রহমান বাবুকে রাজমিস্ত্রীকে সভাপতি করায় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন ১৩ ছাত্রলীগ নেতাকর্মী। এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ কমিটিতে।চলতি বছরের ৩ জানুয়ারি কমিটি গঠনের দুই সপ্তাহ পর গতকাল শনিবার কমিটি থেকে পদত্যাগ করেন ছাত্রলীগের নেতারা।

পদত্যাগের আগে জেলা ছাত্রলীগ নেতাদের বিষয়টি অবহিত করেন তারা। একই সঙ্গে সাংবাদিকদের কাছে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠান।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি দানিছুর রহমান বাবু নামের ছাত্রলীগ নেতাকে সভাপতি ও মেহেদী আলম আরিফকে সাধারণ সম্পাদক করে নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খাইরুল আলম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রায়হান এ কমিটি ঘোষণা করেন।

দানিছুর রহমান বাবুকে অশিক্ষিত ও রাজমিস্ত্রী উল্লেখ করে কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম রোমান বলেন, দানিছুর রহমান রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং লেখাপড়া না জানা একজন রাজমিস্ত্রী। তাকে সভাপতি করায় সবার মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তার নেতৃত্বে দল চালিয়ে নিতে নেতাকর্মীদের মধ্যে অনীহা রয়েছে। তাই একযোগে কমিটির অধিকাংশ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

আহ্বায়ক কমিটি কিংবা জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পরামর্শ না করেই রাতের আঁধারে এই কমিটি গঠন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

পদত্যাগ করা ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বলেন, রাজমিস্ত্রীর সঙ্গে থেকে আমরা ছাত্রলীগের রাজনীতি করতে পারি না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি। স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নেতৃত্বে আমরা কোনো পদ ছাড়াই কাজ করে যাব।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন বলেন, ওই ইউনিয়নের কমিটি করতে জেলা ছাত্রলীগের কোনো পরামর্শ নেয়া হয়নি। লেখাপড়া জানা লোককে ছাত্রলীগের এমন পদ দেয়া ঠিক হয়নি। আমরা অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খাইরুল আলম বলেন, কোন্দলের কারণে এ পদত্যাগের কাহিনী ঘটতে পারে। পদ না পেয়ে এখন এসব কথা বলা হচ্ছে।

এ বিষয়ে দানিছুর রহমানের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দানিছুর অশিক্ষিত তা ঠিক নয়। তিনি স্নাতক শ্রেণিতে পড়ছেন এখন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *