fbpx
হোম অন্যান্য মেয়র প্রার্থীদের ওপর আস্থা না থাকার মুল কারণ
মেয়র প্রার্থীদের ওপর আস্থা না থাকার মুল কারণ

মেয়র প্রার্থীদের ওপর আস্থা না থাকার মুল কারণ

0

ঢাকা দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের ওপর আস্থা নেই ভোটারদের ।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জানুয়ারি পরিবর্তন করে নতুন তারিখ দেয়া হয়েছে ১ ফেব্রুয়ারি । হিন্দু ধর্মাবলম্বীদের স্বরসতী পূজা ৩০ জানুয়ারি হওয়ায় আন্দোলনের মুখে এমন সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ।

কিন্তু তাতে কি কোনো প্রতিক্রিয়া মানুষদের মাঝে পড়েছে বলে মনে হয় ! সাধারণ মানুষদের মাঝে নির্বাচন নিয়ে আগ্রহ খুব একটা লক্ষ্য করা যাচ্ছেনা । কেননা ঢাকা সিটি নির্বাচন নিয়ে যতটা উত্তাপ আগে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও দেখা যেতো, সেটি এখন শুধু প্রার্থীদের মাঝেই সীমাবদ্ধ ।

ভোটাররা তাদের আগ্রহ হারিয়ে ফেলার মুল কারণ হিসেবে বলছেন, প্রতিশ্রুতি রক্ষায় মেয়রদের উল্লেখযোগ্য কোন অবদান নেই । বেশিরভাগ প্রার্থীরা ভোটের আগে চিরাচরিত নিয়মে ব্যাপক শোডাউন দিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে আসেন । বাস্তবে কোন পদক্ষেপ বা সমস্যা সমাধানে তৎপর হতে দেখা যায়না । সম্প্রতি ভোটারদের মাঝে আলোচনার মাধ্যমে জনপ্রিয় হতে কোনো কোনো প্রার্থী অভিনয় করছেন যা তারা ভালোভাবে নিচ্ছেন না বলেও মত দেন । তাদের ভাষ্য, আমরা সাধারণ ভোটাররা বুঝি ঢাকার কোন দিকটা উন্নয়ণ দরকার, যা মেয়ররা মনে করেন না । তারা নির্বাচিত হলে তাদের কথার সাথে কাজের মিল অনেকাংশেই কম দেখা যায় । অনেক মেয়রই কথা দিয়ে নির্বাচিত হয়ে পরে আর ওয়াদা রাখেননি । নগরের নানা ধরনের জটিল সমস্যাগুলো এখনো মানুষের পোহাতে হয় । পানি, বিদ্যুৎ, গ্যাস, যানযট, জলাবদ্ধতাসহ নানা ধরণের সমস্যার এখনো পর্যাপ্ত সমাধান করতে পারেননি কেউই । বিশেষ করে ফুটপাত দখল, যেখানে – সেখানে দোকান, যত্রতত্র পার্কিং, শব্দদূষণ, ধুলিদূষণ, বায়ুদূষণ, অপরিচ্ছন্ন রাস্তাঘাটে অতিষ্ঠ সাধারণ মানুষেরা।

এদিকে নগর পরিকল্পনাবিদেরা মনে করেন, মেয়র ও কাউন্সিলরদের ওপর আস্থা না থাকার মুল কারণ হলো, এখতিয়ার বা সামর্থ্যের বাইরেও ভোটারদের নজর কাড়তে প্রতিশ্রুতি দেয়া । কিন্তু নির্বাচিত হওয়ার পর তা বাস্তবায়নের আদৌ কোনো পদক্ষেপ জনগণের চোখে পড়েনা । পাশাপাশি মেয়রদের সদিচ্ছার কথাও বলেন নগরবিদেরা । সর্বোপরি নগরবিদ ও সাধারণ ভোটার থেকে শুরু করে রাজধানীর সর্বস্তরের মানুষেরা মনে করেন, এখনো যদি নির্বাচিত হওয়ার পরে মেয়র ও কাউন্সিলরেরা উপযুক্ত পদক্ষেপ নিয়ে কাজ করে যান তাহলে ঢাকাকে বাসযোগ্য শহরে রুপান্তর করা সম্ভব ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *