fbpx
হোম আন্তর্জাতিক ‘মধ্যপ্রাচ্যে ইসরাইলি প্রকল্প বাস্তবায়ন করতে চান ট্রাম্প’
‘মধ্যপ্রাচ্যে ইসরাইলি প্রকল্প বাস্তবায়ন করতে চান ট্রাম্প’

‘মধ্যপ্রাচ্যে ইসরাইলি প্রকল্প বাস্তবায়ন করতে চান ট্রাম্প’

0

মধ্যপ্রাচ্যে অন্ধভাবে ইহুদিবাদী ইসরাইলি প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাজধানী দামেস্কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক ও সংবাদমাধ্যমবিষয়ক বিশেষ সহকারী বুথাইনা শাবান এ অভিযোগ করেন।

সোলেমানি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বুথাইনা শাবান বলেন,আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে ইহুদিবাদীর ইচ্ছা অন্ধভাবে পূরণ করে চলেছেন ট্রাম্প।

ইরান পরিস্থিতি নিয়ে পুতিন-ম্যাত্রেঁদ্ধার ফোনালাপ : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধা। রোববারের ওই আলাপে তারা প্রত্যাশা করেছেন, উত্তেজনা নিরসনে উভয়পক্ষই সংযম প্রদর্শন করবে। রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেয়া আলাদা বিবৃতিতে ওই ফোনালাপের কথা নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানকে কেন্দ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আলোকে রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট সব পক্ষের সংযম প্রদর্শনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্লান অব অ্যাকশন (পরমাণু চুক্তি) রক্ষায় আরও পদক্ষেপ নেয়ার পক্ষে কথা বলেছেন।

সোমবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, পরমাণু চুক্তি টিকিয়ে রাখার ক্ষেত্রে রক্ষাকবচ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে ফ্রান্স ও রাশিয়া।

২০১৫ সালের জুনে ভিয়েনায় ইরানের সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *