fbpx
হোম আন্তর্জাতিক ভারতে মোদি ও অমিত শাহই অনুপ্রবেশকারী: কংগ্রেস
ভারতে মোদি ও অমিত শাহই অনুপ্রবেশকারী: কংগ্রেস

ভারতে মোদি ও অমিত শাহই অনুপ্রবেশকারী: কংগ্রেস

0

ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই অনুপ্রবেশকারী। তার এই মন্তব্যের জেরে সরগরম দিল্লি।

বিজেপি পালটা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিশানা করে বলেন, গুজরাটিরা অনুপ্রবেশকারী হলে ইতালীয়রা কী? এদিকে অমিত শাহ গতকাল বলেছেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেই দেশ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে।

রবিবার এএনআইকে দেওয়া সাক্ষাত্কারে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ নিজেরাই এদেশের নাগরিক নন। তারাও অভিবাসী। তাদের বাড়ি গুজরাটে হলেও দিল্লিতে এসেছেন।

তিনি বলেন, ভারত হিন্দু ও মুসলমানসহ সবার জন্য। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের পালটা কটাক্ষ, গুজরাটিরা অনুপ্রবেশকারী? আর ইতালীয়রা? পার্লামেন্টেও এ নিয়ে সরব হন বিজেপি এমপিরা। তিনি সরাসরি সোনিয়া গান্ধীর নাম উল্লেখ না করলেও নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন ঠিক কোন জায়গায় আঘাত হানতে চেয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *