fbpx
হোম অন্যান্য ব্রাহ্মণবাড়িয়ায় গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি ঘর
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি ঘর

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি ঘর

0

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পূনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১০০টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক উপহার স্বরুপ সরকারি ঘর। ইতিমধ্যেই ঘর নির্মাণের কাজ ৭৬ শতাংশ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি ভূমিহীন পরিবারকে ২ শতক জমির উপর ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন বিজয়নগর।

সকাল ১১.০০ টায় উপজেলা নির্বাহি অফিসার, বিজয়নগর জনাব কে. এম. ইয়াসির আরাফাত নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ ব্যাপারে তিনি বলেন জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে ও জনপ্রতিনিধিগণের আন্তরিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এর মাধ্যমে দ্রুত গতিতে এগিয়ে চলছে ঘর নির্মাণ কাজ।

প্রথমে উপজেলায় ১০০টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীনদের এই কর্মসূচির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিজয়নগর জনাব মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শাহীনুর জাহান, উপজেলা প্রকৌশলী জনাব মোঃ আনিসুর রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *