পর্নোগ্রাফির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করলেন পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস রোমে ধর্মযাজকদের পর্নোগ্রাফির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। অনলাইন পর্নোগ্রাফিকে প্রলোভন হিসেবে অভিহিত করেছেন তিনি।
তিনি বলেছেন, পর্নোগ্রাফি ‘পুরোহিত হৃদয়কে দুর্বল’ করে দেয়। গত সোমবার ভ্যাটিকানে এক বৈঠকের সময় নান ও ধর্মযাজকদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন পোপ।
এ সময় তিনি বিজ্ঞান ও বিশ্বাসের মিলন এবং ব্যক্তিগত ত্রুটিগুলোর সঙ্গে লড়াই করে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করার বিষয়ে আলোচনা করেন।নান ও ধর্মযাজকরা পর্নোগ্রাফি দেখেন বলেও অভিযোগ করেছেন পোপ ফ্রান্সিস। একইসঙ্গে তাদের এ ব্যাপারে সতর্কও করেছেন তিনি।
বিবিসি জানিয়েছে, ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস কীভাবে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার করা উচিত, সে সম্পর্কে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে যাজক ও নানদের পর্নোগ্রাফি দেখার ব্যাপারে মুখ খোলেন।
পোপ ফ্রান্সিস বলেছেন, পর্নোগ্রাফি ‘একটি পাপ; যা অনেক লোকের মধ্যে আছে… এমনকি ধর্মযাজক এবং নানদেরও’। ধর্মযাজক ও সেমিনারিয়ানদের তিনি বলেন, ‘সেখান থেকে শয়তান প্রবেশ করে ‘।
এছাড়া তিনি বলেন, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার অপশনগুলো ব্যবহার করা উচিত। তবে এতে বেশি সময় নষ্ট করা উচিত নয়। পরিশুদ্ধ হৃদয় কখনো এই পর্নোগ্রাফি বা অশ্লীল তথ্য পেতে পারে না।
পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনার ফোন থেকে এটি (পর্নোগ্রাফি) মুছে ফেলুন, যাতে আপনার হাতে সেগুলো দেখার মতো প্রলোভন না থাকে।
সূত্র: আলজাজিরা, বিবিসি