fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২০; ২৯শে শ্রাবণ, ১৪২৭; ২২শে জিলহজ্জ, ১৪৪১
হোম প্রবাস দুবাই প্রবাসীদের সাথে ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় সভা
দুবাই প্রবাসীদের সাথে ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় সভা

দুবাই প্রবাসীদের সাথে ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় সভা

0

সংযুক্ত আরব আমিরাতের  দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি।

বুধবার রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেলের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শিবলী আল সাদিক। আলোচনায় অংশগ্রহণ করেন দেশ থেকে আগত একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুল ইসলাম সাঈদ। এ্যানেল বলেন, ‌’প্রবাসে নানা প্রতিকূলতার মাঝেও প্রবাসীরা দিনের পর দিন দেশের রেমিট্যান্স প্রবাহের গতি সচল রাখছে। মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তারাই, যারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। প্রবাসীদের কথা, তাদের আহবান আরো বেশি উঠে আসুক কালি ও কলমের মাধ্যমে। গণমাধ্যম হয়ে উঠুক তাদের দাবি আদয়ের প্রধান হাতিয়ার।’

একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুল ইসলাম সাঈদ বলেন, ‘বাংলাদেশ এবং প্রবাসীদের উন্নয়ণে সাংবাদিকদের বিভিন্ন উদ্যোগ নিতে হবে।’ সভায় সমাপনী বক্তব্যে শিবলী সাদিক বলেন, ‘ নানা কারণে প্রবাসে এখন কমিউনিটি কলুষিত হচ্ছে, গুরুত্ব কমছে গণমাধ্যমের।

সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, নাসিম উদ্দিন আকাশ, কামরুল হাসান জনি, মোদাচ্ছের শাহ, আবদুল্লাহ আল শাহীন, মুহাম্মদ ইসমাঈল, ওসমান চৌধুরী, শফিকুল ইসলাম রাহী প্রমূখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।