fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২০; ২৯শে শ্রাবণ, ১৪২৭; ২২শে জিলহজ্জ, ১৪৪১
হোম বিনোদন দিলদারের শূন্যতা পূরণ হয়নি আজও
দিলদারের শূন্যতা পূরণ হয়নি আজও

দিলদারের শূন্যতা পূরণ হয়নি আজও

0

ঢাকাই সিনেমার কিংবদন্তী কৌতুক অভিনেতা দিলদারের ৭৫তম জন্মদিন আজ।বাংলা চলচ্চিত্রের প্রয়াত এই অভিতো ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন।

১৯৭২ সালে ‘কেন এমন হয়’ ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন দিলদার। এরপর একে একে  ‘বেদের মেয়ে জোসনা’ ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘শুধু তুমি’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’সহ অসংখ্য জনপ্রিয় সব সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান দিলদার ।

এক সময় যে ছবিতে দিলদার নেই তা ব্যবসা সফল না হওয়ার ঝুঁকিতে পড়ত। জনপ্রিয়তার কারণে তাকে কেন্দ্র করে নির্মাণ করা হয় ‘আব্দুল্লাহ’ নামে একটি চলচ্চিত্র। তার বিপরীতে অভিনেত্রী ছিলেন নূতন। ছবিটি ব্যবসাসফল হয়। বিশেষ করে এর গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়। ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রের জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন দিলদার।

দিলদারের স্ত্রী রোকেয়া বেগম। এই দম্পতির দুই কন্যা সন্তান। বড় মেয়ের নাম মাসুমা আক্তার। ছোট মেয়ে জিনিয়া আফরোজ। ২০০৩ সালের ১৩ জুলাই ৫৮ বছর বয়সে এই কৌতুক অভিনেতা হঠাৎ মৃত্যুবরণ করেন।

এরপর অনেক কৌতুক অভিনেতার অভিনয় দর্শকপ্রিয়তা পেলেও দিলদারের মতো কেউ আর আসেননি বলে মন্তব্য সিনেপ্রেমীরা।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।