fbpx
হোম আন্তর্জাতিক দাবানলে জ্বলছে অষ্ট্রেলিয়া
দাবানলে জ্বলছে অষ্ট্রেলিয়া

দাবানলে জ্বলছে অষ্ট্রেলিয়া

0

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রায় একশ’ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে ।

আজ এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম । খবরে বলা হয়,  প্রায় দু’মাস ধরে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত পুড়ে গেছে দেশটির কয়েক লাখ একর জমি। ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘর-বাড়ি, মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের।

শেষ রেকর্ড অনুযায়ী দেশটির তাপমাত্রা ছিল গড়ে ৪০ দশমিক ৯ ডিগ্রি দেলসিয়াস। এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ২০১৩ সালে গড়ে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  তাপদাহের কারণে দাবানল পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলস রাজ্যে সাত দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের সূত্রপাত হওয়ার পর এ রাজ্যে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি হলো।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *