fbpx
হোম অন্যান্য তৈরি হচ্ছে পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট
তৈরি হচ্ছে পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট

তৈরি হচ্ছে পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট

0

চট্টগ্রামে পোশাক কারখানায় তৈরি হচ্ছে পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট-পিপিই।

চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা স্বাস্থ্য অধিদফতরের ‘কেন্দ্রীয় ঔষধাগার’ এর কার্যাদেশ অনুযায়ী এসব তৈরি করছে ।

এরই মধ্যে অর্ধলাখ পিস সরবরাহ করেছ প্রতিষ্ঠানটি। চট্টগ্রামের ইপিজেডে স্মার্ট জ্যাকেটের এই কারখানার শ্রমিকরা এতোদিন পোশাক তৈরি করলেও এখন দিন-রাত ব্যস্ত চিকিৎসকদের জন্য পিপিই বানাতে।

কারখানা কর্তৃপক্ষ জানান, আমেরিকায় রফতানির জন্য পিপিই তৈরি করছিলেন তারা। কিন্তু দেশের সংকটময় মুহূর্তে রফতানি না করে এসব পিপিই তারা তুলে দিচ্ছেন বাংলাদেশ সরকারের হাতে। এতে ব্যবহৃত হচ্ছে চীন থেকে আমদানি করা ভিন্ন ধরণের কাপড়, আর্ন্তজাতিক মান রক্ষায় ব্যবহার করা হচ্ছে বিশ্বমানের সেলাইমেশিন।

কারখানার ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, কারখানাটি ইতিমধ্যে ৫০ হাজার পিস পিপিই সরকারকে বুঝিয়ে দিয়েছে। প্রয়োজনে আরো কয়েক লাখ পিস তৈরির সক্ষমতা ও দক্ষ জনবল রয়েছে তাদের।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *