fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ২৬শে মে, ২০২০; ১২ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ২রা শাওয়াল, ১৪৪১
হোম বিনোদন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিচ্ছেন না মোশাররফ করিম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিচ্ছেন না মোশাররফ করিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিচ্ছেন না মোশাররফ করিম

0

গত ৭ নভেস্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এর নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়৷ যেখানে মোট ২৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম ঘোষণার মধ্যে কৌতুক অভিনেতা হিসেবে নাম এসেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কিন্তু তিনি সে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান তিনি। সেখানে তিনি বলেন, যে চরিত্রের জন্য এ পুরস্কার প্রদান করা হয়েছে সেটা কোন কৌতুক চরিত্র নয়। এই কারণে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার পুরস্কারের তালিকা থেকে তার নাম বাদ দেয়ার জন্য জুরি বোর্ডের কাছে আবেদন করেন এবং প্রত্যাহার না করা হলে তার পক্ষে সেই পুরস্কার গ্রহণ করা সম্ভব না বলেও জানান তিনি।

পাঠকদের জন্য মোশাররফ করিমের পুরো স্ট্যাটাস তুলে ধরা হলো…

সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষনা করা হয়েছে। ২০১৮ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমি নিজের নামও দেখতে পেয়েছি। নুর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ চলচ্চিত্রের জন্য আমাকে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরস্কার প্রদান করা হয়েছে।

ধন্যবাদ সংশ্লিষ্টদের।

কিন্তু এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আমার কিছু কথা রয়েছে। তার আগে সবাইকে অবগত করতে চাই, কৌতুকপূর্ন বা কমেডি চরিত্র আমার কাছে অন্যসব চরিত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ।

কিন্তু ‘কমলা রকেট’ চলচ্চিত্রে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন ‘কমলা রকেট’ এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।

তাই, সন্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।

আমি কাজটাকে ভালোবেসে আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার ভক্ত, শুভাকাঙ্খিসহ সকলের কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া চাই। একই সঙ্গে যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাই।

মোশাররফ করিম
অভিনেতা

লক্ষনীয়: এই মুহুর্তে আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করছি। তাই লিখিতভাবে সবাইকে জানানো হলো। আশা করছি পরিস্থিতিটি বুঝতে পেরে সংশ্লিষ্ট কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।