fbpx
হোম আন্তর্জাতিক জম্মু-কাশ্মীরে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা চালু
জম্মু-কাশ্মীরে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা চালু

জম্মু-কাশ্মীরে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা চালু

0

মঙ্গলবার বিকেলে জম্মু-কাশ্মীর প্রশাসন জম্মুর কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করেছে ৷ এর পাশাপাশি হাসপাতাল, ব্যাংক, হোটেলসহ একাধিক জরুরি পরিষেবা প্রদান করা সংস্থাগুলির ক্ষেত্রে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা ব্যবহারের অনুমতি দিল ৷

একটি সরকারি স্টেটমেন্টে জানানো হয়েছে, এই নির্দেশ ১৫ জানুয়ারি থেকে চালু করা হয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে কাশ্মীর ডিভিশনে অতিরিক্ত ৪০০ ইন্টারনেট কিয়োস্ক স্থাপন করা হবে ৷ কিয়োস্ক এমন একটি বুথ যেখানে ইন্টারনেট কাজ করবে ৷ যার সাহায্যে সহজেই কাজ সেরে নেওয়া যাবে ৷

হাসপাতালের পাশাপাশি সরকারি কার্যালয়েও ব্রডব্যান্ড সুবিধা মিলবে ৷ পর্যটনের জন্য হোটেল ও ট্যুর সংস্থাগুলিকেও ব্রডব্যান্ড ব্যবহারের সুবিধা দেওয়া হবে ৷

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *