fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৫ই এপ্রিল, ২০২০; ২২শে চৈত্র, ১৪২৬; ১১ই শাবান, ১৪৪১
হোম তারুণ্য চেঞ্জ টিভি’তে এটিএম স্যারের ‘ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা’
চেঞ্জ টিভি’তে এটিএম স্যারের ‘ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা’

চেঞ্জ টিভি’তে এটিএম স্যারের ‘ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা’

72
0

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক পরিসরে তরুণদেরকে এগিয়ে নিতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন এটিএম মাহমুদ । যিনি ইতোমধ্যে স্বপ্নবাজ তরুণদের কাছে এটিএম স্যার নামে সুপরিচিত।

সেই এটিএম স্যার এবার আসছেন বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি’তে লাইভ অনুষ্ঠান নিয়ে। আগামীকাল রোববার বেলা ১১.৩০ মিনিটে চেঞ্জ টিভি’তে এটিএম মাহমুদ উপস্থিত থাকবেন ‘ইংলিশ এণ্ড ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি ১১.৩০ মিনিটে শুরু হয়ে শেষ হবে দুপুর ১২.৩০ মিনিটে। সরাসরি প্রশ্নও করতে পারবেন দর্শকরা।

ইংলিশ এণ্ড ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বপ্নবাজ তরুণরা ক্যারিয়ার গঠনের নানা দিকনির্দেশনা পাবেন। জীবনে এগিয়ে চলতে নানা উত্থান-পতন পেরোনোর পন্থাও বর্ণনা করবেন এটিএম স্যার ।

ইংলিশ এণ্ড ক্যারিয়ার আড্ডা উপস্থাপন করবেন সুখ্যাত রেডিও জকি সাদিক।

 

(72)

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।