fbpx
হোম বিনোদন চলে গেলেন আন্তর্জাতিক স্বীকৃত চিত্রশিল্পী কালিদাস কর্মকার
চলে গেলেন আন্তর্জাতিক স্বীকৃত চিত্রশিল্পী কালিদাস কর্মকার

চলে গেলেন আন্তর্জাতিক স্বীকৃত চিত্রশিল্পী কালিদাস কর্মকার

0

চলে গেলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

কালিদাস কর্মকারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইস্কাটনের বাসার বাথরুমে পড়ে যান। পরে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়ার পর পৌনে ২ টায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কালিদাস কর্মকারের দুই মেয়ে যুক্তরাষ্ট্রে থাকার কারনে মরদেহ বারডেম হাসপাতালে রাখা হবে বলে জানা যায়।
প্রাপ্ত তথ্যমতে জানা যায়, ১৯৪৬ সালে ব্রিটিশ ভারতের অন্তর্গত ফরিদপুরে তাঁর জন্ম হয়। শৈশবেই তিনি আঁকা শুরু করেন। স্কুল জীবন শেষে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে তিনি ১৯৬৩-৬৪ খ্রিস্টাব্দে চিত্রকলায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইয়োরোপীয় আধুনিকতার ঘরানার শিল্পী।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *