fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৬ই জুন, ২০২০; ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১২ই শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য ওয়াজ মাহফিলে সংঘর্ষে যুবক নিহত
ওয়াজ মাহফিলে সংঘর্ষে যুবক নিহত

ওয়াজ মাহফিলে সংঘর্ষে যুবক নিহত

0

কুষ্টিয়ার কুমারখালীতে ওয়াজ মাহফিল অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. মান্না (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার চরসাদীপুরের ঘোষপুরে শুক্রবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মান্না গোবিন্দপুর গ্রামের জামাল খানের ছেলে।

চরসাদীপুর ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, গতকাল শুক্রবার রাতে ঘোষপুর জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল চলাকালে কয়েকজন বখাটে মান্না নামে ওই যুবককে চুরিকাঘাত করলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- চরসাদীপুর ইউনিয়নের চরকুশাখালী গ্রামের বকুল প্রামাণিকের ছেলে তারিকুর রহমান, জলিল মণ্ডলের ছেলে মুন্না মণ্ডল, ইদ্রিস মণ্ডলের সাগর মণ্ডল ও মুরাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।