fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৭ই জুন, ২০২০; ২৪শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১৩ই শাওয়াল, ১৪৪১
হোম বিনোদন এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য খোলা হয়েছে ‘গো ফান্ড মি’
এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য খোলা হয়েছে ‘গো ফান্ড মি’

এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য খোলা হয়েছে ‘গো ফান্ড মি’

0

ডাক দিয়াছেন দয়াল আমারে, জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙ্গিন ফানুস, আমি চিরকাল প্রেমরও কাঙ্গাল ইত্যাদি গান ছাড়াও অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।

তিনি আজ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। প্রতিদিন খরচ হচ্ছে লাখ লাখ টাকা। একেকটি কেমোথেরাপির মুল্য ৯ লাখ।

এজন্য তার চিকিৎসার জন্য তহবিল গঠনের আবেদন করেছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু। ‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটে এটি করা হয়েছে। এই ফান্ডেও সহযোগিতা করছেন অনেকেই।

এরিমধ্যে তার ক্যান্সারে খরচ হয়েছে কোটি টাকারও বেশী। পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কিন্তু প্রয়োজন আরও অনেক টাকা। জানা যায়, কিংবদন্তি এই শিল্পীর ক্যান্সারের চিকিৎসার জন্য এপর্যন্ত সংগ্রহ হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

পাশে দাঁড়িয়েছেন ফরিদুর রেজা সাগর, সৈয়দ আব্দুল হাদী, হানিফ সংকেত, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, জেমস, অনন্ত জলিল, মমতাজ বেগম, মেয়র আতিকুল ইসলাম, বাদল রায়, দিলারা আলো, কবির বকুল প্রমুখ। এছাড়াও ফাউন্ডেশন, সাউন্ডটেক, অনুপম রেকর্ডিং মিডিয়া, ক্রিশ্চিয়ান হাউজিং সোসাইটিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।