fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৩১শে মে, ২০২০; ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৭ই শাওয়াল, ১৪৪১
হোম বিনোদন এই কবিতা যেদিন দেশের মানুষ বুঝবে,ততদিনে আমার মেয়েটা বড় হয়ে যাবে: তাহসান
এই কবিতা যেদিন দেশের মানুষ বুঝবে,ততদিনে আমার মেয়েটা বড় হয়ে যাবে: তাহসান

এই কবিতা যেদিন দেশের মানুষ বুঝবে,ততদিনে আমার মেয়েটা বড় হয়ে যাবে: তাহসান

0
গান দিয়েই তার মিডিয়াতে শুরু। কিন্তু এখন মডেলিং ও অভিনয়ও চলছে সমান তালে। এবার করলেন কবিতা আবৃত্তি। নিজের জন্মদিনে গত বছরের করা একটি কবিতা তিনি দর্শকদের জন্য আবৃত্তি করে শোনালেন। তবে সেই কবিতা তিনি আবৃত্তি করেছিলেন গত ২১ অক্টোবর। কিন্তু গতকাল মঙ্গলবার (৬ নভেম্বর) আবারো সেই আবৃত্তির স্ট্যাটাসটি শেয়ার করতে দেখা যায় তাহসানকে। তবে শেয়ার দেয়া স্ট্যাটাসে দিয়েছেন নতুন ক্যাপশন।

এছাড়া ফেসবুক পোস্টে তাহসানের ভিন্ন লুক চোখে পড়ার মতো ছিল। চুলে স্পাইক, চেহারায় পরিবর্তন, এ যেন অন্য তাহসান।

আফসানা মিমির হাত ধরে অফবিট নাটকের মাধ্যমে অভিনয় শুরু তাহসানের। প্রথম নাটকেই জয়ার সঙ্গে শুরু। এরপরই দর্শক চাহিদার কারণে আর পেছনে তাকাতে হয়নি তাহসানকে। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ভারতীয় নায়িকা শ্রাবন্তীর মতো নায়িকার সঙ্গে তার ‘যদি একদিন’ চলচ্চিত্রে আসা। সেখানেও কুড়িয়েছেন প্রশংসা।

Like
Like Love Haha Wow Sad Angry
3

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।