fbpx
হোম আন্তর্জাতিক ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ভিডিও ধারনকারী গ্রেফতার
ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ভিডিও ধারনকারী গ্রেফতার

ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ভিডিও ধারনকারী গ্রেফতার

0

তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের দৃশ্য ধারণ করায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান। ধারণা করা হচ্ছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিরোধী মামলা করবে ইরান।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, একটি বিশেষ আদালতের মাধ্যমে বিমান বিধ্বস্তের ঘটনার সাথে জড়িতদের বিচার করবে ইরান। এই প্রসঙ্গে হাসান রুহানি বলেন, এটি কোন সাধারণ অথবা নিয়মিত ঘটনা না। পুরো বিশ্ব এই আদালতের দিকে তাকিয়ে থাকবে। এছাড়া এই বিমান বিধ্বস্তের ঘটনায় শুধু মাত্র একজনের ওপর দোষ চাপানো উচিত হবে না বলেও মনে করেন ইরানের প্রেসিডেন্ট ।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ তেহরানে বিধ্বস্ত হয়। বিমানের ১৭৬ আরোহীর সবাই নিহত হন।

সূত্রঃ বিবিসি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *