fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২০; ২২শে শ্রাবণ, ১৪২৭; ১৫ই জিলহজ্জ, ১৪৪১
হোম আন্তর্জাতিক আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর আহ্বান ট্রাম্পের
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর আহ্বান ট্রাম্পের

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর আহ্বান ট্রাম্পের

0

নভেম্বরের আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মেইল-ইন ভোটিং ব্যবস্থার ফলে ভোট জালিয়াতি হতে পারে, এমন অভিযোগ তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এ আহ্বান জানান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে এই খবর জানিয়ে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভোট প্রদানের ‘যথাযথ, সুরক্ষিত ও নিরাপদ’ পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছেন। তবে ট্রাম্পের অভিযোগের পক্ষে সমর্থনযোগ্য প্রমাণ খুবই কম। তিনি অনেকদিন ধরেই মেইল-ইন ভোটিংয়ের বিরোধিতা করে আসছেন।

এর আগে, চলমান করোনাভাইরাস মহামারিকালে জনগণের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় পোস্টাল ভোটিংয়ের পক্ষে মত দেয় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগ।

এক টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, ‘সর্বজনীন মেইল-ইন ভোটিং নভেম্বরের নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে ভুল ও প্রতারণামূলক নির্বাচনে পরিণত করবে; যা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক বিব্রতকর।’

ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া, উটাহ, হাওয়াই, কলোরোডা, ওরেগন ও ওয়াশিংটন রাজ্য সবার ভোট মেইলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।