fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০; ২৬শে চৈত্র, ১৪২৬; ১৫ই শাবান, ১৪৪১
হোম বিনোদন আসছে মন মাতানো মজার গান …গুগল এ পাই
আসছে মন মাতানো মজার গান …গুগল এ পাই

আসছে মন মাতানো মজার গান …গুগল এ পাই

39
0

গুগল এ পাই ! কি পাই ? এটা কি?

মানুষ মানুষকে খুঁজে পায়, মন থেকে আর এক মনে যায়, আবার গুগলে সার্চ দিলে সবি পাওয়া যায় । কিন্তু  গুগল এ পাই  গানে কি পাওয়া যাবে ?

এরই মধ্যে দর্শক মহলে একটা ভিন্ন সাড়া ফেলেছে কি রকম হতে পারে এই গান ! এমন মন মাতানো  ব্যাতিক্রমী গান খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে এম আর ভিশন মাল্টিমিডিয়ার ব্যানারে।

যে গানটির গীতিকার বিখ্যাত লেখক অনুরূপ আইচ । গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের আর এক জনপ্রিয় কণ্ঠশিল্পী খন্দকার বাপ্পি। গানের সুরও করেছেন তিনি নিজেই । আর সংগীত করেছেন ইশরাক হোসেন ।

গুগলে এ পাই… শিরোনামের এই গানে মডেল হয়েছেন ঈশিতা । বাড়তি আগ্রহে থাকা এই ভিন্ন স্বাদের গানটির ভিডিও নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে।

গায়ক খন্দকার বাপ্পি বলেন, নতুন নতুন সাবজেক্ট নিয়ে গান করার অনুভূতি অন্যরকম। মৌলিক ফোক গান নিয়ে ফিউশন করলাম। পরিকল্পনা মাফিক গানটির অডিও থেকে শুরু করে ভিডিও নির্মাণে চেষ্টা করেছি। বাকিটা সবাই দেখলে বুঝতে পারবে ।

গানটির গীতিকার অনুরূপ আইচ বলেন, মৌলিক ফোক গানকে যুগের চলনের সাথে মিলিয়ে নতুন করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি, মজার কথার এই গানে ভাল রেসপন্স পাবো ।

(39)

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।