fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০১৯; ২২শে অগ্রহায়ণ, ১৪২৬; ৮ই রবিউস-সানি, ১৪৪১
হোম আন্তর্জাতিক আল আকসায় ঈদের জামাতে হামলা চালিয়েছে ইসরায়েল
আল আকসায় ঈদের জামাতে হামলা চালিয়েছে ইসরায়েল

আল আকসায় ঈদের জামাতে হামলা চালিয়েছে ইসরায়েল

43
0

জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসায় হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঈদের দিনে নামাজরত মুসল্লিদের ওপর চালানো এই হামলায় ডজন খানেক মানুষ আহত হয়েছেন। মসজিদটি ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান।

ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি জানায়, আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশ অতর্কিতে হামলা চালায়। মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অনেক মুসল্লি আহত হন। তবে আহতের সংখ্যাটা তারা নিশ্চিত করেনি।

তুরস্ক ভিত্তিক হুরিয়াত ডেইলি জানায়, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জানায়, ইসরায়েলের পক্ষ থেকে সেখানে তাদের কথিত পবিত্র স্থান ধ্বংস করার বার্ষিকী পালনের কথা বলা হয়। তাই ঈদ জামাত এক ঘণ্টা এগিয়ে আনা হয়। তবুও হামলাটি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

(43)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।