fbpx
হোম তারুণ্য আর্ট ফর ড্রিম: জীবনের জয়গানের নান্দনিক উদ্যোগ
আর্ট ফর ড্রিম: জীবনের জয়গানের নান্দনিক উদ্যোগ

আর্ট ফর ড্রিম: জীবনের জয়গানের নান্দনিক উদ্যোগ

0

পথ শিশুর থাকার জায়গা নয়, পরিবারই হোক নিরাপদ আবাস, এমন আশাবাদ দিয়েই শেষ হলো সুবিধাবঞ্চিত পথশিশুদের অংশগ্রহণে তিন দিনব্যাপী শিল্প প্রদর্শনী আর্ট ফর ড্রিম।

রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে স্বেচ্ছাসেবী সামাজিক ও দাতব্য সংস্থা লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) ও শিল্প সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান গ্যালারী কারিকরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই দাতব্য শিল্পায়োজন।

যেতে হবে বহুদূর, স্বপ্ন দেখা হোক বিরামহীন- এমন প্রতিপাদ্যকে ধারণ করে চ্যারিটেবল আর্ট এক্সিবিশন আর্ট ফর ড্রিমের উদ্বোধন করেন বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপিদের প্রতিনিধিদল।

গত বৃহস্পতিবার ওয়াশপুর গার্ডেন সিটিতে অবস্থিত পথশিশুদের স্থায়ী নিবাস পিস হোমে দেয়াল রঙ করার মধ্য দিয়ে উদ্বোধন হয় তিন দিনব্যাপী এই আয়োজনের।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান লিডোর আমন্ত্রণে পিস হোমে আসেন বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপিদের দুটি প্রতিনিধি দল। একটির নেতৃত্বে ছিলেন সফররত প্রতিনিধি দলের ব্রিটিশ কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট মেম্বার ও কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যানা মেইন এমপি ও আরেকটির নেতৃত্বে ছিলেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারপার্সন ও কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পল স্টুয়ার্ট স্কাউলি।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজ আহমেদ, ডেপুটি চেয়ারম্যান আব্দুস হামিদ, অক্সফোর্ড ব্রাঞ্চের চেয়ারম্যান আব্দুল মুবিন ও আব্দুল কাদির। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ স্ট্রিট চিলড্রেন বাংলাদেশ এর চেয়ারম্যান মাইক শেরিফ এবং আর্ট ফর ড্রিমের সহ-আয়োজক প্রতিষ্ঠান গ্যালারি কারিকরের ব্যবস্থাপনা পরিচালক জিন্নাতুল করিম ।

আয়োজনের অংশ হিসেবে তারা পিস হোমের গার্লস রুমের দেয়ালে চিত্রাঙ্কন, উন্মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। শিশুদের অংশগ্রহণে পরিবেশনায় ছিল মার্শাল আর্ট, নাটিকা-হারানো রাজ্যের খোঁজে, নৃত্য এবং প্রীতি ক্রিকেট ম্যাচ। পরিবেশনা শেষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রদত্ত ক্রিকেট খেলা সামগ্রী উপহার প্রদান করেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারপার্সন ও কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পল স্টুয়ার্ট স্কাউলি।

আলোচনায় বাংলাদেশের শিশুদের সমস্যা ও সম্ভাবনা এবং লিডোর কার্যক্রমের কথা তুলে ধরেন লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন এবং আর্ট ফর ড্রিম এর উদ্দেশ্য ও প্রকল্পের সামগ্রিক বিষয় তুলে ধরেন শিল্পী ও অধিকার কর্মী শাহানা মজুমদার। আলোচনায় শিশুদের অবস্থা উন্নয়নে এবং পথশিশুদের ঝুঁকি কমানো ও পুনর্বাসনে কাজ করার আশ্বাস দেন ব্রিটিশ প্রতিনিধি দলের দলনেতা অ্যানা মেইন এমপি।

আর্ট ফর ড্রিম শিরোনামে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত এই শিল্প প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে লিডো প্রতিষ্ঠিত পিস হোমের শিশু ও শিল্পী শাহানা মজুমদারের আঁকা ছবি।  গত ৩১ আগস্ট পিস হোমে আয়োজিত আর্ট ক্যাম্পে শিল্পী ও অধিকার কর্মী শাহানা মজুমদারের তত্ত্বাবধানে এই ছবিগুলো আঁকে শিশুরা।   শিশুদের পাশাপাশি মাউন্টেইন, সি এন্ড মাউন্টেইন, রিভার, প্যাডি ফিল্ড ইত্যাকার শিরোনামে নান্দনিক সব ল্যান্ডস্কেপ ছবি এঁকেছেন শাহানা মজুমদার আর শিশুদের ছবিগুলো প্রদর্শিত হচ্ছে ড্রিম শিরোনামে।  প্রদর্শনী হতে প্রাপ্ত অর্থ শিশুদের অধিকতর জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। প্রযারা আগ্রহ দেখিয়ে ছবি সংগ্রহ করতে পারেন নি তাদের জন্য এই প্রদর্শনীর ছবি কেনার সুযোগ থাকছে এখনও।  শনিবার আর্টিস্ট টক ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় এ প্রদর্শনী।

 

Like
Like Love Haha Wow Sad Angry
tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *