fbpx
হোম প্রবাস আবুধাবীতে জাতির পিতা’র জুলিও-কুরিও শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী পালিত
আবুধাবীতে জাতির পিতা’র জুলিও-কুরিও শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী পালিত

আবুধাবীতে জাতির পিতা’র জুলিও-কুরিও শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী পালিত

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও-কুরিও শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস গতকাল ২৩ মে দুপুর সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ ভিত্তিক বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিত্বে অংশ গ্রহণে “মিট দ্যা প্রেস” এর আয়োজন করে। কভিড-১৯ পরিস্থিতির কারণে যারা সশরীরে উপস্থিত হতে পারেননি তারা জুম প্লাটফর্মে-এ অনুষ্ঠানে যোগদান করেন। প্রবাসী গণমাধ্যম কর্মী ছাড়াও দূতাবাস এবং দুবাই কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাবৃন্দও এ সভায় অংশ গ্রহণ করেন।

বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার স্থপতি, গণতন্ত্র ও শান্তি আন্দোলনের পুরোধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তি দিবস উপলক্ষে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মিট দ্যা প্রেস নামে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।

একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে রাষ্ট্রদূত তার মূল বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শুধু বাঙালির নেতা ছিলেন না। তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত গণমানুষের নেতা। যেখানে মানবতার বিপর্যয় ঘটেছে, সেখানে মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি। এ জন্য বিশ্বজুড়ে মানুষের ভালোবাসা পেয়েছেন এই মহান নেতা। জনগণের জন্য ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর কর্মকাণ্ডের প্রেরণা এবং মানুষের কল্যাণই ছিল তার কর্মকাণ্ডের লক্ষ্য। এই মানবিক মূল্যবোধই তাকে অনুপ্রাণিত করেছিল রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করতে; যা প্রতিফলিত হয় তার বিভিন্ন রাজনৈতিক আদর্শে, যেমন- গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও সমাজতন্ত্র। একটা কথা তিনি প্রায়ই বলতেন, ‘আমার সারাজীবনের স্বপ্ন হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।’ তার এই প্রত্যয় থেকেই আমরা বুঝতে পারি, সমাজের উন্নয়ন সম্পর্কে তার কত ব্যাপক এবং বহুমাত্রিক ধারণা ছিল।

এছাড়াও রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে বলেন বাস্তুহারা প্রায় ১২ লাখ নির্যাতিত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছেন তা বর্তমান বিশ্বে বিরল। পাশাপাশি তিনি সরকারের ঐতিহাসিক উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের পাশে থাকার অনুরোধ জানান। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত। এসময় বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ন সম্পাদক কামরুল হাসান জনি, যুগ্ম সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান জনি,সহ যুগ্ম সম্পাদক সনজিত কুমার শীল, সহ- সম্পাদক মুহাম্মদ মোদাচ্ছের শাহ, সহ- সম্পাদক মুহাম্মদ আবদুল আলীম সাইফুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মামুন, সাংবাদিক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও দূতাবাসের উপ রাষ্ট্রদূত মুহাম্মদ মিজানুর রহমান, দুবাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান, আমিরাতের জনপ্রিয় সাংবাদিক জাহাঙ্গীর কবির সহ দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ’উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *