fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৫ই এপ্রিল, ২০২০; ২২শে চৈত্র, ১৪২৬; ১১ই শাবান, ১৪৪১
হোম জাতীয় আজ শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় দরপতন
আজ শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় দরপতন

আজ শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় দরপতন

7
0

সোমবার দেশের শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় দরপতন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ৬ মিনিটের লেনদেনেই হারিয়েছে ১০০ পয়েন্ট। এরপর আরও কমতে থাকে সূচক। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচকটি ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১৮২ পয়েন্টে। তবে সকাল ১০টা ৩৭ মিনিটে সূচকটি ১২০ পয়েন্ট পর্যন্ত কমে।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা প্রায় সোয়া ২ শতাংশ কমে নেমে এসেছে ৪ হাজার ২৮৭ পয়েন্টে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজারের দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। এ কারণে সূচকের সামান্য পতন শুরু হলেই তাতে বিক্রির চাপ বেড়ে যাচ্ছে দ্রুত। ফলে সূচকের বড় পতন ঘটছে। করোনাভাইরাসের আতঙ্কে বিশ্বজুড়েই শেয়ারবাজারে একধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশের বাজারেও ধীরে ধীরে তার প্রভাব পড়তে শুরু করেছে। পাশাপাশি রয়েছে ব্যাংক খাতে ঋণ-আমানতের নয়-ছয় সুদহারের আতঙ্ক।

(7)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।