fbpx
হোম বিনোদন অভিনয় জগতের এক উজ্জ্বল তারা হুমায়ুন ফরিদী
অভিনয় জগতের এক উজ্জ্বল তারা হুমায়ুন ফরিদী

অভিনয় জগতের এক উজ্জ্বল তারা হুমায়ুন ফরিদী

0

বসন্তের আগমনে শহরের চারদিকে রঙের ছড়াছড়ি হলেও নেই  হুমায়ুন ফরিদী

২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি, বসন্তের প্রথম সকাল । ধানমন্ডির ৯/এ’র ৭২ নাম্বার বাসা থেকে খবর এলো কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরিদী আর নেই । বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতার চলে যাওয়ার আজ ৮ম বছর । গভীর শ্রদ্ধায় স্মরণ করছে চেঞ্জ টিভি পবিবার

টিভি নাটকে প্রথম অভিনয় করেন ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামের নাটকে । প্রথম অভিনয় করা সিনেমার নাম ‘হুলিয়া’ । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন হুমায়ুন ফরিদী নাট্য সংগঠনের সঙ্গে জড়িত হয়েছিলেন । বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সংশপ্তক নাটকে ‘কানকাটা রমজান’ চরিত্রে অভিনয়ের জন্য দেশজুড়ে তুমুল আলোচিত হয়েছিলেন । ১৯৬৪ সালে প্রথম কিশোরগঞ্জে মহল্লার মঞ্চনাটকে অভিনয় করেছিলেন তিনি । সেখান থেকেই তার অভিনয়ে পথচলা ।

এরপর মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের তিন মাধ্যমেই সমান তালে তিন দশক কাজ করেছেন তিনি । নায়ক-খলনায়ক দুই চরিত্রেই তিনি ছিলেন অসাধারণ একজন দক্ষ অভিনেতা । ২০০৪ সালে ‘মাতৃত্ব’ সিনেমার জন্য  জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং নৃত্যকলা ও অভিনয় শিল্পের জন্য ২০১৮ সালের একুশে পদক (মরণোত্তর) লাভ করেছিলেন এই গুণী অভিনেতা ।

হুমায়ুন ফরিদী সম্পর্কে অগ্রজ শিল্পী আল মনসুর বলেছিলেন, ‘এ মাটিতে জন্ম নেওয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ চির উজ্জ্বল অভিনেতা হলো হুমায়ুন ফরিদী ।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *