fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৫ই এপ্রিল, ২০২০; ২২শে চৈত্র, ১৪২৬; ১১ই শাবান, ১৪৪১
হোম বিনোদন অনুরুপ আইচের আকুতি ‘ক্ষমা করো আল্লাহ’
অনুরুপ আইচের আকুতি ‘ক্ষমা করো আল্লাহ’

অনুরুপ আইচের আকুতি ‘ক্ষমা করো আল্লাহ’

128
0

হঠাৎ করে বিশ্বব্যাপী নতুন এক ভাইরাস করোনার আতঙ্কে মানুষগুলোর হৃদয়জুড়ে অজানা এক হাহাকারের বসবাস । একটি বা  দুটি দেশ বলে কথা নয় । চীন থেকে শুরু করে আজ বিশ্বের প্রায় সবগুলো রাষ্ট্রে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আনাচে-কানাচে ।

মানুষগুলো এখন খোদার কাছে অতীতের সকল পাপ মোচনে প্রার্থনায় রতো । সবাই মহান রবের কাছে দু’হাত তুলে ক্ষমা চাচ্ছেন যেনো এই অশুভ বাতাস থেকে নিজের রক্ষা মেলে ।

তাই বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সাংবাদিক ও লেখক অনুরুপ আইচ এই ধরনের পরিস্থিতি থেকে রক্ষা পেতে প্রভুর কাছে লিখলেন ‘ক্ষমা করো আল্লাহ’ শিরোনামের একটি প্রার্থনামুলক ইসলামী গান ।গানটি ডেইলি মিরোর বাংলা চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে । গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী তানিম আহমেদ । সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এ আর সারোয়ার ।

গানটি সম্পর্কে অনুরুপ আইচ বলেন, বিশ্বজুড়ে এই বিপদের মাঝে আমার এই গান , আমার এই আকুতি জানি না আপনাদেরও আকুতি কিনা ! আমি আমার লেখনির মাধ্যমে তুলে ধরেছি এই প্রার্থনামুলক ইসলামী গানটি । বলা যায় এটি খোদার কাছে আমার এক বিশেষ আকুতি ।

কণ্ঠশিল্পী তানিম বলেন , গানটি গেয়ে মনের ভেতর এক ধরনের তুপ্তি অনুভব করছি । কেনোনা গানে গানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর একটি বিশেষ মাধ্যম । কারণ তার কাছে প্রার্থনা বা ক্ষমা যে কোনো ভাবে চাওয়া যায় । গানটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন…

 https://www.youtube.com/watch?v=cWmSAYlihB0

 

(128)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।