fbpx
হোম গণমাধ্যম সিলেটে এনটিভির সাংবাদিক বুলবুল গ্রেফতার, ইমজার মুক্তি দাবি
সিলেটে এনটিভির সাংবাদিক বুলবুল গ্রেফতার, ইমজার মুক্তি দাবি

সিলেটে এনটিভির সাংবাদিক বুলবুল গ্রেফতার, ইমজার মুক্তি দাবি

0

বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট ব্যুরো প্রধান মঈনুল হক বুলবুলকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে নগরীর মীরবক্সটুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, মঈনুল হক বুলবুলের বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর আদালতে মামলা করেন কানাইঘাটের কারাবাল্লা এলাকার রায়হান আহমদ। মামলার বিষয়ে আদালত পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রির্দেশের পরিপ্রেক্ষিতে কানাইঘাট থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল বৃহস্পতিবার রাতে পুলিশ মঈনুল হক বুলবুলকে গ্রেফতার করে। এদিকে সিলেটের সিনিয়র সাংবাদিক মইনুল হক বুলবুলকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেট। সংগঠনের সভাপতি ও দেশ টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সিলেট ব্যুরো চিফ মঞ্জুর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ অবশ্যই তাকে গ্রেফতার করবে। কিন্তু যেভাবে ফিল্মি স্টাইলে বুলবুলকে গ্রেফতার করা হয়েছে তা খুবই উদ্বেগজনক ও নিন্দনীয়।

ইমজা নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার রাতে নগরীর একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে একদল অস্ত্রধারী বুলবুলকে তুলে নিয়ে যায়। এভাবে একজন প্রতিষ্ঠিত সাংবাদিককে তুলে নেওয়া কেবল আইনের অপপ্রয়োগই নয়, একইসঙ্গে আইনশঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার বলেও আমরা মনে করি। বুলবুলকে আটকের ক্ষেত্রে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করা হয়নি দাবি করে তারা বলেন, বুলবলকে আটকের পর এ ব্যাপারে পুলিশ প্রশাসনের লুকোচুরিও আমাদের বিস্মিত করেছে। আমরা আটকের ঘটনার সুষ্ঠ তদন্ত ও মইনুল হক বুলবুলের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *