fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০১৯; ৯ই আশ্বিন, ১৪২৬; ২৩শে মুহাররম, ১৪৪১
হোম অন্যান্য সিদ্ধান্ত বহাল, তিন সড়কে চলবেনা রিকশা
সিদ্ধান্ত বহাল, তিন সড়কে চলবেনা রিকশা

সিদ্ধান্ত বহাল, তিন সড়কে চলবেনা রিকশা

17
0

আন্দোলনের পরও রাজধানীর তিন সড়কে বন্ধ থাকছে রিকশা চলাচল এবং অবৈধ রিকশার বিরুদ্ধে শুরু হবে নতুন অভিযান।
গত রোববার ঢাকার যানজট নিরসনকল্পে ৩টি গুরুত্বপূর্ণ সড়কে কুড়িল থেকে সায়েদাবাদ, গাবতলী থেকে আজিমপুর এবং সাইন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করে দেয় সিটি করপোরেশন। এর প্রতিবাদে গত দু’দিন ধরে রিকশা চালকদের হয়েছে আন্দোলন কর্মসূচী।

গত দু’দিন ধরে এমন অবস্থায় রিকশা মালিক-শ্রমিকদের সাথে বৈঠক করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যানজট কমানোর বিষয়ে বিভিন্ন পদক্ষেপ যেমন আলাদা লেনসহ কিছু উদ্যোগের কথা বললেও কোন আশানুরুপ সমাধান আসেনি। নতুন সিদ্ধান্তে প্রতিটি ওয়ার্ডে অবৈধ রিকশা শনাক্তকারী কমিটি থাকবে। সিটি করপোরেশন ও রিকশা সমিতির সাথে বৈঠক শেষে এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

এদিকে, রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবারের পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর বরাবর বৃহস্পতিবার স্মারকলিপি প্রদানের কথা জানান রিকশা শ্রমিক নেতারা। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় রিকশা-ভ্যান-শ্রমিক লীগ ও বাংলাদেশ রিকশা মালিক ফেডারেশনের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

(17)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।