fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ২৬শে মে, ২০২০; ১২ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ২রা শাওয়াল, ১৪৪১
হোম অনুসন্ধান অপরাধবার্তা সাভারে শিশু হত্যা, আটক সৎ মা
সাভারে শিশু হত্যা, আটক সৎ মা

সাভারে শিশু হত্যা, আটক সৎ মা

0

সাভারে নিজ কক্ষের বিছানা থেকে বাদশা নামের সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর সৎ মা ময়না বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাভারের পৌর এলাকার তালবাগ মহল্লার ইউসুফ মাস্টারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকার ঘোশার গ্রামের আনোয়ার শেখের ছেলে। আনোয়ার শেখ পেশায় মাছ ব্যবসায়ী। তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে তার প্রথম স্ত্রী গ্রামে থাকেন। আর দ্বিতীয় স্ত্রী ময়না বেগমকে নিয়ে সাভারে ভাড়া বাড়িতে বসবাস করেন আনোয়ার। ময়না একটি পোশাক কারখানায় কাজ করেন।

পুলিশ জানায়, প্রায় আট দিন আগে আনোয়ার তার প্রথম ঘরের ছোট ছেলে বাদশাকে সাভারে নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও শিশুটির বাবা মাছ বিক্রির জন্য বাইরে যান। তার সৎ মাও পোশাক কারখানায় নিজ কর্মস্থলে চলে যায়। পরে বিকেলের দিকে আনোয়ার বাড়িতে ফিরে নিজ কক্ষের বিছানার ওপর ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও এ ঘটনায় সৎ মা জড়িত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।