fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ২৬শে মে, ২০২০; ১২ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ২রা শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম সাংবাদিকদের ওপর হামলা দমনে সরকার বদ্ধপরিকর: হাছান মাহমুদ
সাংবাদিকদের ওপর হামলা দমনে সরকার বদ্ধপরিকর: হাছান মাহমুদ

সাংবাদিকদের ওপর হামলা দমনে সরকার বদ্ধপরিকর: হাছান মাহমুদ

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা সরকার কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান ।

তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটি ঘটনার পর-পরই আমি এর নিন্দা জানিয়েছি । এ ধরনের ঘটনা সত্যিই অনভিপ্রেত, দুঃখজনক ও নিন্দনীয় । সরকারও এ ক্ষেত্রে খুব ত্বরিত ব্যবস্থা গ্রহণ করেছে । তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কাউকে বাধা দেবে, সেটি কখনই সমীচীন নয় জানিয়ে সরকারের এ মন্ত্রী বলেন, আমরা এসব বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।