fbpx
হোম তারুণ্য সবুজ তারুণ্যের কবি আলাউদ্দিন আদরের নতুন দুটি বই
সবুজ তারুণ্যের কবি আলাউদ্দিন আদরের নতুন দুটি বই

সবুজ তারুণ্যের কবি আলাউদ্দিন আদরের নতুন দুটি বই

0

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে কবি ও কথাশিল্পী আলাউদ্দিন আদরের চতুর্থ বই ‘সময়ের শিলালিপি’ এবং প্রথম শিশুতোষ গল্পের বই ‘রাজকন্যা ও ফুলপরী’।

শিলালিপি মানে প্রস্তরে উৎকীর্ণ লিপি । আর সময়ের শিলালিপি মানে হচ্ছে সেই প্রস্তর লিপি যা ধারণ করে সময়কে। সহজ কথায়-সময়ের (ইতিহাসের ধারক) শিলালিপি। তিনি মনে করেন, যে কবিতায় জীবন বাস্তবতা উঠে আসে,ধারণ করে সময়কে;তা স্বার্থক কবিতা। যে কথাগুলো পূর্বে বলা হয়নি,যে পথে কেউ পূর্বে মাড়ায়নি, এতদিন যে বোধের প্রকাশ হয়নি, যে প্রতিবাদ করা হয়নি সেইসব অনুচ্চারিত বিষয়াদির স্বচ্ছ ও শিল্পময় প্রকাশ ঘটে কবিতায়। সেই স্বচ্ছ ও শিল্পময় কাব্যজগতের নির্মাণ হয় একজন কবির কলমে। এইসব তাত্বিক বাক্য ধারণ করেই কবি আলাউদ্দিন আদর লিখেছে ‘সময়ের শিলালিপি’ বইটি। বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। ঢাকার জাতীয় গ্রন্থমেলায় কুঁড়েঘর প্রকাশনীর ৪০৫-৪০৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। তবে মেলার বাইরে বইটি পাওয়া যাবে রকমারিসহ সব অনলাইন বই বিপণীবিতানে।

‘রাজকন্যা ও ফুলপরী’ শিশুতোষ গ্রন্থটি প্রকাশিত হচ্ছে দ্বৈতা প্রকাশ থেকে । লেখকের আশা যে, রাজকন্যা ও ফুলপরী’ এই শিশুতোষ গ্রন্থটি প্রত্যেক শিশুদের জ্ঞান বিকাশে সহায়ক হবে। বইটিতে ভিন্নস্বাদের তিনটি শিক্ষণীয় গল্প রয়েছে। বইটির প্রচ্ছদ ও অলংকরণের কাজ করেছেন শিল্পী আলমগীর জুয়েল। বইমেলায় শিশু চত্বরের দ্বৈতা প্রকাশের ৭৮২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

আলাউদ্দিন আদরের জন্ম ফেনী জেলার সদর থানায়। স্কুলে পড়ার সময়ই লেখালেখির হাতেখড়ি। দীর্ঘদিন সম্পাদনা করছেন সময়ের জানালা নামের একটি সাহিত্য পত্রিকা। পড়াশোনার ক্ষেত্র প্রকৌশল অঙ্গন হলেও লেখালেখির সুবাদে জড়িয়েছেন সাংবাদিকতায়। কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায়। এ ছাড়া কবিতা,গল্প, ফিচার, ভ্রমণ কাহিনি লিখেছেন প্রথমসারির সব পত্রিকায়। সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেশবরেণ্য বহু কীর্তিমানের।

আলাউদ্দিন এখনো নিয়মিত কবিতা লিখছেন। তবে বেশি সময় দেন গবেষণাধর্মী কাজে। তার লেখা ‘খুশির চাঁদ’, ‘ফেরার গান’ শিরোনামের গানগুলো হয়েছে সমাদৃত ও দর্শক-শ্রোতা নন্দিত। লেখালেখির সঙ্গে জড়িত তরুণদের নিয়ে তার ‘এসো শিখি’নামে একটি টিমও রয়েছে। লেখকের, ২০১৮ সালে দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘নিবন্ধিত নারী’ এবং প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত হয় গবেষণাধর্মী প্রবন্ধের বই ‘সাহিত্যে নোবেল : ভেতর বাহির’ । ২০১৯ সালে দাঁড়িকমা থেকে প্রকাশিত হয় স্বল্পদৈর্ঘের কবিতার বই ‘এক টুকরো হৃদয়’।

নতুন বই প্রকাশ হওয়ায় তারুণ্যের এই কবিকে চেঞ্জ টিভি. প্রেস এর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *