fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৬ই জুন, ২০২০; ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১২ই শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য রাজধানীর কারওয়ান বাজারে বাসে আগুন
রাজধানীর কারওয়ান বাজারে বাসে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে বাসে আগুন

0

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাস্ট সার্ভিসের একটি বাসে আগুন লেগেছে ।

আজ কারওয়ান বাজারের পদচারী সেতুর সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-শাহবাগ রুটে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস দুপুরের দিকে ফার্মগেট হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল।

বাসটি কারওয়ান বাজার পেরিয়ে যাওয়ার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। পদচারী সেতু সামনে আসার পর বাসটি থেমে যায়। এ সময় ওই বাসের ভেতরের যাত্রীরা জানালা ও দরজা দিয়ে বের হয়ে যান। এর অল্প সময় পর পুরো বাসে আগুন ধরে যায়। এ কারণে কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত পুরো সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।