fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৫ই এপ্রিল, ২০২০; ২২শে চৈত্র, ১৪২৬; ১১ই শাবান, ১৪৪১
হোম ক্রীড়া মা অসুস্থতার খবরে কোয়ারেন্টাইন ছেড়ে চলে গেলেন হিগুয়েন
মা অসুস্থতার খবরে কোয়ারেন্টাইন ছেড়ে চলে গেলেন হিগুয়েন

মা অসুস্থতার খবরে কোয়ারেন্টাইন ছেড়ে চলে গেলেন হিগুয়েন

16
0

করোনা এখন সারা বিশ্বে একটি ভয়ানক ভাইরাসের নাম । এরই মধ্যে পৃথিবীর অনেক দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা । করোনার কারণে একজন আরেকজন দেখা করতেও চাচ্ছেন না নিজের আত্মরক্ষার জন্য । এমনকি নিজের বাবা-মা ও আত্মীয়-স্বজনের সঙ্গে ।

কিন্তু আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েন মায়ের অসুস্থতার খবরে ছুটে গেলেন ইতালি থেকে নিজ দেশে । কোয়ারেন্টাইনের মাঝেও ইতালি ছেড়েছেন তিনি। ইতালিতে গৃহবন্দী থাকা হিগুয়েন কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙ্গেছেন মায়ের অসুস্থতা হওয়ার খবর পেয়ে। অবশ্য এর জন্য তাকে দিতে হয়েছে কোভিড-১৯ এর পরীক্ষা। সে পরীক্ষায় উতরেই পেয়েছেন আর্জেন্টিনা উড়াল দেয়ার সার্টিফিকেট।

প্রথমে ভাড়া করা প্লেনে গেছেন ফ্রান্সে। সেখানে থেকে আবার উড়াল দিয়েছেন স্পেনে। স্পেন থেকে আবার নতুন করে ভাড়া করেছেন বিমান। আর্জেন্টিনা গিয়েও গৃহবন্ধী থাকতে হবে আর্জেন্টাইন স্ট্রাইকারকে। ১২৮ জন আক্রাতের পাশাপাশি তিনজন মারা যাওয়ায় পুরো দেশ লকডাউন করেছে কর্তৃপক্ষ।

(16)

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।