fbpx
হোম অন্যান্য ভালো মানুষ হতে নৈতিক শিক্ষার দরকার
ভালো মানুষ হতে নৈতিক শিক্ষার দরকার

ভালো মানুষ হতে নৈতিক শিক্ষার দরকার

0

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঐতিহ্যবাহী বাঘাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

২৬ জানুয়ারি রবিবার বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস ।

বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য রফিকুল ইসলাম শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউল ইসলাম, উপজেলা উপ মাধ্যমিক শিক্ষা অফিসার, জামাল উদ্দিন, উপাধ্যক্ষ, বাঘাবাড়ি ফাজিল মাদ্রাসা, সাংবাদিক সাগর বসাক এবং চেঞ্জ টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি তাহছিন নূরী খোকন ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অভূতপুর্ব উন্নয়ণ সাধিত হয়েছে । বিশেষ করে নারী শিক্ষায় আমরা অনেক এগিয়ে গিয়েছি । পরিবার, সমাজ তথা দেশের উন্নয়ণের জন্য শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব হবে । পরিবারের প্রতিটি সন্তানের জন্য মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করতে হবে ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজমত আলী উপস্থিত সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, আমাদের ভাল ফলাফল অর্জনের জন্য যেমন লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে; তেমনি ভাল মানুষ হওয়ার জন্য নৈতিক শিক্ষা অর্জন করে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে ।

সহকারি শিক্ষক কিরণ আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক জহুরুল ইসলাম দুলাল, সেরাজুল ইসলাম, মোজাহিদুল ইসলাম, শারমিন জাহান প্রমূখ । ১৯৭১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী ১২০০ জন । এবছর এসএসসি পরীক্ষার্থী ২১৩ জন ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *