fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২০; ২৯শে শ্রাবণ, ১৪২৭; ২২শে জিলহজ্জ, ১৪৪১
হোম ক্রীড়া বিসিবিকে মাশরাফির ধন্যবাদ
বিসিবিকে মাশরাফির ধন্যবাদ

বিসিবিকে মাশরাফির ধন্যবাদ

0

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। মূলত ক্রিকেটারদের আকৃষ্ট করতে টেস্টের ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি।

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের খেলোয়াড়রা ম্যাচ ফি তুলনামূলকভাবে কম ছিল। যেটির প্রভাব কিনা পড়েছিল বাংলাদেশের টেস্ট পারফরম্যান্সেও। টেস্টের ম্যাচ ফি বাড়ানোর পক্ষে কথা বলেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। শুধু তাই নয় গুঞ্জন উঠেছিল বর্তমান দলের অনেক সদস্যরা টেস্ট খেলতে আগ্রহী নয়। যার কারণে বাড়ানো হয়েছে ম্যাচ ফি।

এদিকে ওয়ানডেতে ম্যাচ ফি করা হয়েছে ৩ লাখ, টেস্টে ৬ লাখ এবং টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা। বিশেষ করে টেস্টে ম্যাচ বাড়ানোতে বিসিবিকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। সেই সাথে এখন থেকে তিনি মনে করছেন টেস্ট খেলতে আগ্রহ বাড়বে তরুণদের।

গত রোববারের বিসিবির বোর্ড সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ইস্যুটি। সভা শেষে ম্যাচ ফি বাড়ানোর কথা নিয়েই জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।