fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৪ঠা জুলাই, ২০২০; ২০শে আষাঢ়, ১৪২৭; ১২ই জিলক্বদ, ১৪৪১
হোম অন্যান্য বিক্রি হলো সোনার প্রলেপে লেখা কোরআনের পাণ্ডুলিপি
বিক্রি হলো সোনার প্রলেপে লেখা কোরআনের পাণ্ডুলিপি

বিক্রি হলো সোনার প্রলেপে লেখা কোরআনের পাণ্ডুলিপি

0

এক ধরণের চাইনিজ পেপারে সোনার প্রলেপে লেখা ১৫শ শতাব্দীতে মিং রাজবংশের সময়ে কোরআনের অনেক মূল্যবান পান্ডুলিপি যা ৭০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। টাকার অংকে এর মূল্য ৭৩ কোটি ১৬ লাখ ৪০ হাজার।

বিশেষ ধরনের চাইনিজ পেপারে লিখিত সাড়ে ৫শ বছরের পুরানো  পাণ্ডুলিপিটি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। সুন্দর ও নিখুঁতভাবে লিখিত কোরআনের এ পাণ্ডুলিপি দেখলেই হৃদয়ে অন্য রকম এক শিহরণ জাগ্রত হবে।

২৬ জুন লন্ডনের ক্রিশ্চিয়াস নিলাম সেন্টারে ‘তিমুরিদ কোরআন’-এর এ পাণ্ডুলিপি বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছিল । পাণ্ডুলিপিটি সেখানে নিলামে ৭০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।

বিশেষজ্ঞরা আগেই ধারণা করেছিলেন যে, এ পাণ্ডুলিপিটি ৮০০ ডলার থেকে বিট শুরু হবে যা ১.২ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। অবশেষে তা ৭০ লাখ পাউন্ড তথা ৭৩ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হলো।

বহু শতাব্দী ধরে কোরআনের এ পাণ্ডুলিপিটির রঙ ও উজ্জ্বলতা অক্ষুন্ন রয়েছে। বিশেষ ধরনের চীনা কাগজে লিখিত কুরআনের এই পাণ্ডুলিপির পৃষ্ঠা এবং প্রচ্ছদে স্বর্ণের কাজ করা রয়েছে।

ভারী রঙিন চীনা কাগজে নাসখে লেখা, এই দুর্দান্ত পাণ্ডুলিপিটি তিমুরিদ রাজবংশের অন্তর্ভুক্ত, যিনি সুন্নি মুসলিম বংশ বা তুরকো-মঙ্গোল বংশোদ্ভূত ছিলেন যোদ্ধা তিমুর (যা তামেরলেন নামেও পরিচিত) থেকে আগত।

কুরআনে ব্যবহৃত রঙগুলোর মধ্যে রয়েছে গাঢ় নীল, ফিরোজা, গোলাপী, বেগুনি, কমলা, সবুজ এবং চাপা সাদা। পাঠ্য, ক্যাচওয়ার্ড এবং প্রান্তিক শব্দগুলো সোনার, নীল এবং সাদা রঙে সাজানো।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।