fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৩১শে মে, ২০২০; ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৭ই শাওয়াল, ১৪৪১
হোম রাজনীতি বাবরি মসজিদ নিয়ে নাক গলাতে চান না ওবায়দুল কাদের
বাবরি মসজিদ নিয়ে নাক গলাতে চান না ওবায়দুল কাদের

বাবরি মসজিদ নিয়ে নাক গলাতে চান না ওবায়দুল কাদের

0

ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমরা মনে করিনা বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

বাবরি মসজিদ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বাবরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, এটি ভারতের উচ্চ আদালতের রায়, যা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমরা মনে করি না।

রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এছাড়াও তিনি দলীয় বিষয়ে তুলে ধরে বলেন, ‘আমাদের দল অনেক বড়, ভেতরে অনেক সমস্যা রয়েছে। কিন্তু, নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তা আমরা সমাধান করব। এ কারণে শুদ্ধি অভিযানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বাদ দিতে হবে।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।