fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০; ২৬শে চৈত্র, ১৪২৬; ১৫ই শাবান, ১৪৪১
হোম প্রবাস বাফেলোতে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা ২৮ ও ২৯ নভেম্বর
বাফেলোতে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা ২৮ ও ২৯ নভেম্বর

বাফেলোতে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা ২৮ ও ২৯ নভেম্বর

7
0

বাফেলো নিউইয়র্কের এক অন্যতম পুরানা সিটি।যেখানে প্রচুর বাঙ্গালী বসবাস করে এবং প্রতিনিয়ত বাঙ্গালীরা সেখানে নতুন নতুন আবাস্থল ক্রয় করে মুভ হচ্ছে।

কিন্তু নিউইয়র্ক সিটি থেকে অর্থাৎ বাংলাদেশ কনস্যুলেট অফিস থেকে বাফেলো সিটি প্রায় ৬/৭ ঘন্টার ড্রাইভ হওয়ার কারনে সেখানকার বাঙ্গালীদের কনস্যুলেটের সেবা পেতে অনেক বেগ পেতে হচ্ছে। তাই বাফেলোবাসীদের দীর্ঘ দিনের দাবীকে সামনে রেখে এবং বাংলাদেশ কনস্যুলেটের সেবাকে সহজ করতে দু’দিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলেট বসবে 995 ফিলমোর এভিনিউ, বাফেলো মুসলিম সেন্টারের কনফারেন্স হলে।

কনস্যুলেট সার্ভিসের সকল সুবিধা পাবেন বাংলাদেশীরা। তাঁরা জানান, ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা নতুন পাসপোর্ট, নোভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, দ্বৈত নাগরিকত্বের সেবা নিতে পারবেন।

এছাড়াও ফটো তোলা, ফটোকপি ও মানি অর্ডারের ব্যবস্থা থাকবে বলে জানান তারা।
বাংলাদেশ সোসাইটি অফ বাফেলো নিউইয়র্কের সভাপতি ফয়জুর রহমান এবং সাধারণ সম্পাদক বুরহান আলী সবাইকে নির্দিষ্ট তারিখ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সুবিধা গ্রহণের আহবান জানান।

(7)

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।