fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২০; ১৯শে চৈত্র, ১৪২৬; ৮ই শাবান, ১৪৪১
হোম সংবাদ ২৪ ঘন্টা বর্তমান চলচ্চিত্রের অবস্থা কোমায় এসে দাঁড়িয়েছে: কাজী হায়াৎ
বর্তমান চলচ্চিত্রের অবস্থা কোমায় এসে দাঁড়িয়েছে: কাজী হায়াৎ

বর্তমান চলচ্চিত্রের অবস্থা কোমায় এসে দাঁড়িয়েছে: কাজী হায়াৎ

33
0

আজ ১ লা জানুয়ারী ২০২০ , চেঞ্জ টিভি’র প্রথম  প্রতিষ্ঠাবার্ষিকী । চেঞ্জ টিভির এই শুভক্ষণে এসে শুভেচ্ছা বিনিময় করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ । এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বর্তমান চলচ্চিত্রের সংকটের কথা তুলে ধরেন ।

বুধবার সকাল ১১ টায় চেঞ্জ টিভি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে তিনি বলেন, বর্তমান চলচ্চিত্রের অবস্থা একেবারে কোমায় এসে দাঁড়িয়েছে । খুব খারাপ অবস্থা । ভালো গল্প, ভালো অভিনেতার অভাবে এমন অবস্থা হয়েছে । বিশেষ করে উন্নত প্রযুক্তির ব্যবহার সত্বেও দর্শকদের আকৃষ্ট না করতে পারার কারণ হলো আমরা আগের মত ভালো সিনেমা তৈরী করতে পারছিনা । দর্শকদের চাহিদার দিকে মনোযোগ কমিয়ে দিয়ে সস্তা সিনেমা তৈরী করে দর্শকদের হল বিমুখ করেছি । এর জন্য দায়ি চলচ্চিত্র অঙ্গনের কিছু অসাধু পরিচালক ও প্রযোজক ।

তিনি এই অবস্থা থেকে উত্তরণের জন্য সকলকে একত্রিত হয়ে সমস্যাগুলো চিহিৃত করে কাজ করার  আহবান জানান । এ সময় উপস্থিত ছিলেন চেঞ্জ টিভির উপদেষ্টা সম্পাদক, প্রখ্যাত ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা ।

(33)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।