fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৫ই জুন, ২০২০; ২২শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১১ই শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব চ্যানেল সম্প্রচার করার সিদ্ধান্ত
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব চ্যানেল সম্প্রচার করার সিদ্ধান্ত

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব চ্যানেল সম্প্রচার করার সিদ্ধান্ত

0

খুব শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব চ্যানেল সম্প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বেসরকারি টিভি মালিকদের সংগঠন-অ্যাটকোর সভায়।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সভায় এ সিদ্ধান্তের কথা জানান অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সঠিক টিআরপি রেটিংয়ের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়েও একমত হন অ্যাটকোর নেতারা। তবে এক্ষেত্রে কোন কোম্পানির সঙ্গে কাজ করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এছাড়াও বিজ্ঞাপনের ওপর চাপ কমাতে সব চ্যানেলকে, পে চ্যানেল হিসেবে কাজ করার ব্যাপারেও কাজ চলছে। পাশাপাশি ক্লিন ফিডসহ এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে অগ্রগতি হয়েছে। এক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতার কথাও জানান অ্যাটকো নেতারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।